Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

সেবার তালিকা

১ .সকল শ্রেণির কৃষক/ উদ্যোক্তাগণকে কৃষি বিষয়ক পরামর্শ প্রদান ।

২. প্রকল্প / রাজস্ব কার্যক্রমের আওতায় প্রযুক্তিভিত্তিক প্রদর্শনী স্থাপন ।

৩. কৃষি উৎপাদন পরিকল্পণা প্রণয়ন ।

৪ প্রকল্প ভিত্তিক কৃষক প্রশিক্ষণ প্রদান ও কৃষকদের সচতেনতা বৃদ্ধিকরণ ।

৫. ফসল উৎপাদন পরিকল্পণা প্রণয়ন ।

৬ . উন্নয়ন সহায়তার মাধ্যমে কৃষি যন্ত্রপাতি বিতরণ ।

৭. কৃষি পণ্য ও উপকরণের মান নিয়ন্ত্রণ। 

৮. বালাইনাশক রেজিস্ট্রেশন, ডিলার নিবন্ধন ও নবায়ন।

৯. সার ডিলারশীপ নবায়ন।

১০. অন লাইন সার সুপারিশ প্রদান।

১১. কৃষি প্রণোদনা ও পূণর্বাসন  কার্যক্রম বাস্তবায়ন ।

১২. এ্যাপস এবং মোবাইলের মাধ্যমে কৃষি সেবা প্রদান।

১৩. কৃষি আবহাওয়া ও আগাম সতর্কীকরণ এবং পূর্বাভাস প্রদান।

১৪. কৃষি বিষয়ক উৎপাদন প্রযুক্তি, সার ও সেচ ব্যবস্থাপণা।

১৫. কৃষি জমির মাটি পরীক্ষা ও সার সুপারিশ।

১৬. ফসলের ক্ষতিকর রোগ পোকা সনাক্তকরণ ও সমাধান ।

১৭. ভেজাল সার, বালাইনাশক ও পিজিআর বাজার মনিটরিং এবং মান নিয়ন্ত্রণ ।

১৮  দেশি বিদেশি ফলের উন্নত জাতের মানসম্পন্ন চারা কলম উৎপাদন ও বিতরণ।

১৯ সরকারি ধান, চাল , গম ও আলু সংগ্রহে সহায়তা প্রদান ।

২০. সমন্বিতভাবে পরিবেশ - বান্ধব কৃষি প্রযুক্তি সম্প্রসারণ। 

২১. কৃষি প্রশিক্ষন ইনষ্টিটিউট সমূহের শিক্ষার্থীদের মাঠ সংযুক্তি প্রশিক্ষনের মাধ্যমে মানব সম্পদ উন্নয়ন।

২২. বাজার সংযোগ স্থাপন ( মার্কেট লিংকেজ )।

২৩. প্রাকৃকিত দুর্যোগে ক্ষতিগ্রস্ত কৃষক ও ফসলহানির প্রতিবেদন ।

২৪ .শস্য কর্তন ও ফলন নিরুপনে পরিসংখ্যান বিভাগের সাথে সমন্বয় সাধন ।