Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এক নজরে

উপজেলার কৃষকের কৃষি বিষয়ক চাহিদা নিরূপণ, সম্প্রসারণ সেবা প্রদান ও কৃষি উপকরণের যোগান এবং স্থায়ী কৃষি ও আর্থ্ সামাজিক উন্নয়ন নিশ্চিতকল্পে বাংলাদেশ সরকারের পক্ষে যে সংস্থাটি নিরন্তর কাজ করে যাচ্ছে, তা হচ্ছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, কালাই, জয়পুরহাট। উপজেলা কৃষি অফিসারের তত্ত্বাবধানে ব্লক পর্যায়ে নিয়োজিত উপসহকারী কৃষি কর্মকর্তা (এসএএও)গনের মাধ্যমে তৃণমূল পর্যায়ে কৃষি-সেবা নিশ্চিত করা হচ্ছে।

► উপজেলার মোট আয়তন-১৬,৬৩৬ হেক্টর
► মোট জনসংখ্যা-১,৩৯,৫০০ জন
► ব্লকের সংখ্যা-১৬ টি
►মোট আবাদী জমি-১২,৩৭৪ হেক্টর, এক ফসলী - ১৯৭ হেক্টর, দুই ফসলী-৫০৪ হেক্টর , তিন ফসলী-১১৬৫৮ হেক্টর, তিনের অধিক ১৫ হেক্টর। 
► মোট কৃষি পরিবারের সংখ্যা-৩৭,০২০ টি,
► ফসলের নিবিড়তা-২৯০%।
► গভির নলকূপের সংখ্যা-৫২৫টি।
► অগভির নলকূপের সংখ্যা-৩৬০টি
► খাদ্য গুদামের সংখ্যা-২টি
► কোল্ড স্টোরেজের সংখ্যা-১১টি